বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে তুলার গোডাউন পুড়ে ছাই


স্টাফ রিপোর্টার : সাভারে মেসার্স এফ এম পর্দা গ্যালারি নামে একটি লেপ-তোশকের দোকান ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তুলা।


সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় ফারুকের মালিকানাধীন তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।


সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত সাড়ে ১০টার পরে সাভার বাজার রোড়ে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে।


খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’ 
আনুমানিক কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

সর্বাধিক পঠিত