বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

মানিকগঞ্জে আদালত চত্তরে মোটরসাইকেল চুরির সময় যুবক আটক

 মানিকগঞ্জ আদালত চত্বর থেকে মোটরসাইকেল চুরির সময় মো. মুন্না ফরাজী (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে আদালত পাড়ায় থাকা লোকজন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে তাকে আটক করা হয়। আটক মুন্না ফরাজী শিবালয়ের ছোট ধুতরাবাড়ী এলাকার মৃত মোতাহার ফরাজীর ছেলে।

পুলিশ জানায়, মানিকগঞ্জ আদালত চত্বর থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মুন্না ফরাজীকে ধাওয়া করে আটক করে আদালত চত্বরে থাকা লেকজন। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। তার সাথে আর কে কে জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, মোটরসাইকের চুরি করে পালানোর সময় এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে উপস্থিত লোকজন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদলতে প্রেরণ করা হবে।

 

সর্বাধিক পঠিত