বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


রবিবার (৩১ আগস্ট) বেলা ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ টিপু, আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন ও গোপালগঞ্জ জেলার সদর থানার চরমানিকদা গ্রামের জামিল আহমেদের ছেলে রহমতুল্লাহ শেখ।


যৌথ বাহিনী জানায়, রবিবার বেলা ২ টারদিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের নেতা টিপু সুলতান ওরফে হাতকাটা টিপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বেশকিছু দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, এখনো থানায় আসেনি, তবে থানায় আসতেছে। চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

 

সর্বাধিক পঠিত