বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

মানিকগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

মানিকগঞ্জ  প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে মানিকগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, আজ (সোমবার) দুপুরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।


সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর, আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার প্রমুখ।

 

সর্বাধিক পঠিত