বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

আর্সেনালের রেকর্ড গুঁড়িয়ে শীর্ষে লিভারপুল

ফুলকি ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। অ্যানফিল্ডে রোববার (৩১ আগস্ট) দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে একমাত্র গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। তাতেই ভাঙে গানার্সদের গর্ব।

 

লিগে বিগ সিক্স দলের বিপক্ষে আর্সেনালের টানা ৮৫৮ দিন অপরাজিত ছিল। শীর্ষ ছয় দলের বিপক্ষে সবশেষ ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল আর্সেনাল। এরপর থেকে আর কোনো বিগ সিক্স দলের কাছে প্রিমিয়ার লিগে হারেনি গানাররা। অবশেষে সেই রেকর্ডের অবসান ঘটাল আর্নে স্লটের শিষ্যরা।

অলরেডদের ডেরায় শুরুতেই ব্যাকফুটে চলে যায় আর্সেনাল। রক্ষণভাগের তারকা উইলিয়াম সালিবা ইনজুরির কারণে মাঠ ছাড়ে শুরুতেই। এরপর ২২ মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে মিকেল আর্তেতার দল। মাদুয়েকের নেওয়া শট দারুণ দক্ষতায় রক্ষা করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। 

প্রথমার্ধে আর উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি না হওয়ায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে উগো একিতিকে একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

শেষ দিকে ৮৩তম মিনিটে ম্যাচের ফল নির্ধারণ করে দেন সোবোসলাই। দূরপাল্লার অসাধারণ ফ্রি-কিকে বল জালে পাঠিয়ে লিভারপুলকে এনে দেন মূল্যবান তিন পয়েন্ট।

এই জয়ের মাধ্যমে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন অলরেডসরা। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে আর্সেনাল।

 

সর্বাধিক পঠিত