ফুলকি ডেস্ক : রাজধানীর দারুসসালাম থানাধীন গৈদারটেক এলাকায় আবু সাঈদ(২৬) নামে এক যুবককে গলায় চাকু মেরে হত্যার ঘটনায় আশিক(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে দারুসসালাম থানাধীন গৈদারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত ৩০ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গৈদারটেক বালরুমাঠ সংলগ্ন খালপাড় লোহার ব্রিজের সামনে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে খুন হন সাঈদ। এ ঘটনায় রোববার ভিকটিমের পিতা হাকিম আশিক নামে এক জনকে আসামি করে রাজধানীর দারুসসালাম থানায় একটি হত্যা মামলা করেন।
জানা গেছে ভিকটিম ও আশিক একই এলাকায় বসবাস করেন। তাদের বাসা পাশাপাশি ও দু’জনই গৈদারটেক এলাকায় একটি ইন্টারনেট অফিসে চাকরি করেন। ভিকটিম আশিকের বোনকে পছন্দ করত।এর জের ধরেই ভিকটিমকে আগেই সতর্ক করেছিলো আশিক। শনিবার বিকালে খালপাড় ব্রিজের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে আশিক ভিকটিমের গলার চাকু দিয়ে টান দিলে শ্বাসনালী কেটে যায়। উপস্থিত লোকজন ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
দারুসসালাম থানার ওসি রকিবুল হোসেন বলেন এ ঘটনায় আশিক নামে একজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। পুলিশ আশিককে গ্রেফতার করেছে।