বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

জমে উঠছে জাকসু নির্বাচনের প্রচার, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি


জাবি প্রতিনিধি : ঘড়ির কাঁটায় তখন বিকাল ৩টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র ‘ছবিচত্বর’। যেখানে সাধারণত ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া দোতলা বাসের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। কিংবা বিদায়বেলায় প্রিয়জনদের সঙ্গে গল্পে মেতে উঠতে দেখা যায়।
রোববার সেই চত্বরে যেন এক নতুন প্রাণ ফিরে এসেছে। কারণ, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখানে চলছে জমজমাট প্রচার আর আড্ডা।
দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হতে যা”েছ। আর তার উত্তাপ এসে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণায়। তবে ছবিচত্বরের দৃশ্যটা ছিল একেবারেই অন্যরকম।
এখানে প্রার্থীদের দেখা গেছে, বিশেষ করে ঢাকা থেকে আসা-যাওয়া করা শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হতে। প্রার্থীরা নিজেরাই ছুটে এসেছেন ভোটারদের কাছে। আর শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন, নিজেদের প্রত্যাশা জানা”েছন।
বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, এভাবে প্রার্থীদের ভোট প্রার্থনার বিষয়টি তাদের ভাল লাগছে।
একজন বলেন, “আমরা যারা ঢাকা থেকে আসা-যাওয়া করি, প্রার্থীরা আমাদের কাছে এসেছেন। আমরা খুব উপভোগ করছি।”
নির্বাচনি প্রচারে থাকা জাকসুর সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী কাজী মেহরাব তূর্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা শিক্ষার্থী বাদে সবার জন্য অনেক বেশি উন্নত। যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যাই, সিট চলে যাওয়ার ভয়ে তারা বাসে উঠে যায়। বাসে যদি ৮০ জনের সিট থাকে, সেখানে মানুষ থাকে ১৫০ জন। শিক্ষকদের জন্য এসি গাড়ির ব্যব¯’া থাকলেও শিক্ষার্থীরা ধাক্কাধাক্কি আর গাদাগাদি করে তাদের দীর্ঘ পথ পাড়ি দেয়। শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদে পরিবহন সেবার সংস্কার প্রয়োজন।”


 

সর্বাধিক পঠিত