ফুলকি ডেস্ক : রাজধানীতে রোববার রোদ-বৃষ্টির লুকোচুরি ছিল। কখনো আকাশ ভরে যায় মেঘে, আবার কখনো উঁকি দেয় রোদ। মাঝে মাঝে ঝরে বৃষ্টি। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ নিষ্ক্রিয় হলেও, দেশে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে আরও দুই দিন। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
রোববার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। সোমবারও থেমে থেমে বৃষ্টি হতে পারে। আবার রোদও দেখা দিতে পারে। বুধবার ভারতের ওডিশা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। পরে সেটি ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব বাংলাদেশে তেমন পড়েনি। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গত কয়েক দিনে তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার খুলনা ও রাজশাহী ছাড়া চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও বৃষ্টি থাকতে পারে।
কোথাও যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি ধরা হয়। আগামী দুই দিনে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।