বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১


কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদ এলাকায় এ অভিযান চালায়।
এ সময় ৩০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শহরের উত্তর বাহারছড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।
গ্রেফতার রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দূর্গারামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়া এলাকায় বসবাস করছিলেন।

 

সর্বাধিক পঠিত