স্টাফ রিপোর্টার : ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ গত শুক্রবার আশুলিয়ার তাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (৩০ আগস্ট) ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় আশুলিয়ার তাজপুরে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। ওই তথ্যের আলোকে গত শুক্রবার দুপুর ১টার সময় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: নোয়াখালী জেলার মৃত ডাক্তার শামসুদ্দিন মেম্বারের ছেলে মোঃ মনির হোসেন (৪২), তাজপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ রনি আহমেদ (৪৮), রংপুর জেলার হযরত আলীর ছেলে মোঃ রায়হান মিয়া (২৮)।
ডিবি পুলিশ জানিয়েছেন, উক্ত আসামিরা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।