স্টাফ রিপোর্টার : সাভারে সুইচ গিয়ারসহ অস্ত্রধারী তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ভোর রাতে সেখানে তিন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করে তিন সুইচ গিয়ারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারী হলো ফয়সাল, হাসান আলী ও আব্দুর রহিম বাদশা।