স্টাফ রিপোর্টার : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকা জেলা উত্তরের ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এসময় তারা বাইপাইল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের করে আশুলিয়া থানার কেন্দ্রীয় মসজিদের সামনে পর্যন্ত প্রদক্ষিণ করে আবার বাইপাইল ত্রি-মোড়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।
এতে করে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই লেনেই ৩০ মিনিটের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ শেষে জনদূর্ভোগের কথা চিন্তা করে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে ভিপি নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা-আরিচা ও চন্দ্রা মহাসড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম দেন তারা।
কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি জাপাসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। এছাড়াও গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে ‘আপা গেছে যেই পথে’, ‘জাপা যাবে সেই পথে’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, অবিলম্বে জাপা নিষিদ্ধ চাই’ - এমন ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ও ঢাকা-১৯ আসনের পদপ্রার্থী এডভোকেট শওকত হোসেন ফরহাদ, এডভোকেট রিপনসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।