বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় শিশুকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় জোনায়েদ (৫) নামের এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপহরণের ১৩ দিন পর অভিযুক্ত মোরসালিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

এর আগে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আশুলিয়ার ফারুকনগর এলাকার একটি জঙ্গল থেকে শিশু জোনায়েদের লাশ উদ্ধার করা হয়।

নিহত জোনায়েদ গাইবান্ধা জেলা সদরের খামার বোয়ালি গ্রামের সাগর মিয়ার ছেলে। সে পোশাক শ্রমিক বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ার ফারুকনগর এলাকায় ভাড়া বাসায় থাকত। আর গ্রেপ্তার মোরসালিন রাজশাহীর গোদাগারী থানার কাপাসিয়াপাড়ার মামুন আলীর ছেলে। তিনিও একই বাড়িতে ভাড়া থাকতেন।


র‌্যাব জানায়, গত ১৬ আগস্ট ওই এলাকা থেকে খেলাধুলার কথা বলে জোনায়েদকে নিয়ে একটি জঙ্গলে আটকে রাখে মোরসালিন। পরে জোনায়েদের পরনে থাকা টি-শার্ট দিয়ে তাকে শ্বাসরোধ করে লাশ জঙ্গলে ফেলে দেন মোরসালিন। এরপর গত বৃহস্পতিবার  জোনায়েদের মায়ের কাছে ফোন করে ১০ হাজার টাকা দাবি করেন তিনি। শিশুকে ফেরত দিলে আরো ৩০ হাজার পরিশোধের জন্য বলেন মোরসালিন।

ওই ফোন কলের সূত্র ধরে আজ শনিবার মোরসালিনকে আটক করে জোনায়ের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।
র‌্যাব ৪ সিপিসি ২-এর কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, ‘আটক মোরসালিন প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন।’

 

সর্বাধিক পঠিত