রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
Daily Fulki
daily-fulki

সাভারে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার


স্টাফ রিপোর্টার : সাভার পৌরএলাকার রেডিও কলোনী এলাকা থেকে ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর রাতে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 


ডিবি পুলিশ জানায়, ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে রেডিও কলোনী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সোহাগ মোল্ল্যা, সুজন মিয়া, চাঁন মিয়া, ইমরান হোসেন ও হৃদয়।


এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি স্টীলের ধারালো চাপাতি, একটি লাল কসটেপ মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়।


আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত।আসামীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বাধিক পঠিত