শুক্রবার, 11 জুলাই 2025
MENU
daily-fulki

সাভারে জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তারা


স্টাফ রিপোর্টার : সাভারের শ্যামলাসি কলাতিয়া গ্রামে সরকারী জমি উদ্ধারে হাইকোর্টের আদেশ মোতাবেক বুধবার উচ্ছেদ অভিযানের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম। তিনি সাভার ভূমি অফিসের আওতাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত। গুরুতর আহত কর্মকর্তাকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি মহল সরকারি খাস জমি দখল করে ভোগ দখল করে আসছিলেন। সেই জমি অবৈধ দখলদার থেকে উচ্ছেদে নোটিশ দিতে ভূমি অফিসের ৭ জন কর্মকর্তা কর্মচারী সেখানে যাওয়া মাত্রই তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয় কতিপয় লোক। এক পর্যায়ে অন্যরা দৌঁড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীরকে ধরে তার মাথায় ইট দিয়ে থেতলে দেয়া হয়। এ ছাড়াও গণপিটুনীর মতো পরিস্থিতি তৈরি করে সারা দেহে আঘাত করা হয়। পরে তাকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করেন।


ভূমি অফিসের অফিস সহায়ক শাহরিয়ার আলম আকাশ জানান, নোটিশ দিতে গেলে কতিপয় লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা এবং গাড়ীর উপর হামলা করলে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়। তিনি আরো জানান, এ সময় তিনিও হামলার শিকার হন এবং তার কাছে থাকা নথি ছিড়ে ফেলে দেয় এবং নিয়ে যাওয়া হয়। 


এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, আহত ভূমি কর্মকর্তার অবস্থা গুরুতর। সারা দেহে জখম অবস্থায় তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। জরুরী ভিত্তিতে তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে। সরকারী কাজে বাঁধা দিয়ে কর্মকর্তাদের উপর হামলার বিষয়ে স্থানীয় কর্মকর্তা/কর্মচারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।


এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে হামলার সাথে জড়িতের শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতার হয়নি। 
 


News Writer

SB

সর্বাধিক পঠিত