বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সুষ্ঠু নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই: আব্দুর রহমান

ফুলকি ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, প্রচলিত পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জনমতের পুরোপুরি প্রতিফলন ঘটাতে ভোটের অনুপাতে আসন বণ্টন (পিআর) পদ্ধতির বিকল্প নেই। 

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ ঢাকা মহানগর উত্তরের আয়োজিত ‘জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

 

আব্দুর রহমান বলেন, প্রচলিত পদ্ধতির নির্বাচনে প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিতে পেশিশক্তি ও অবৈধ শক্তির প্রভাব প্রদর্শনের সুযোগ পান।  রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্যে মেতে ওঠেন। অল্পের জন্য হেরে গেলে সেসব ভোটের মূল্যায়ন হয় না। ফলে ভোটারদের ভোটের যথাযথ মূল্যায়নের সুযোগ থাকে না। 

সভায় জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সাংবিধানিক স্বীকৃতি দিয়ে জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে ও মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় মূলত প্রবন্ধ উপস্থাপন করেন সিএসপিএসের নির্বাহী পরিচালক ড. মো. মিজানুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, মেজর (অব.) ড. মোহাম্মদ ইউনুস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর মুহাম্মাদ রুহুল আমিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক প্রমুখ। 

সর্বাধিক পঠিত