বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে ব্যবসায়ী মালেক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

 


স্টাফ রিপোর্টার : সাভারের ভাকুর্তায় স্বর্নালঙ্কার ও জমি ব্যাবসায়ী মালেক হত্যাকান্ডের ঘটনায় জড়িত খুনীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা।


মঙ্গলবার সকাল সাড়ে ১১টারদিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় হত্যা কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় দুই কিলোমিটার হেঁটে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে অবস্থান নিয়ে ভিক্ষোভ করেন এলাকাবাসী। 


এসময় নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধসহ সমাজের সকল শ্রেণী পেশার কয়েকশ’ এলাকাবাসী মালেক হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন প্রায় দুই মাস হতে চলল ব্যাবসায়ী মালেককে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।


এখন পর্যন্ত পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করছে না। এঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষোভকারীরা।
 

 

সর্বাধিক পঠিত