স্টাফ রিপোর্টার : একই দিনে পুলিশে বড় রদবদল হয়েছে; একযোগে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ৩৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
একই সঙ্গে পদোন্নতি পাওয়া ও চলতি দায়িত্ব মুক্ত করে ১৬ জনকে একই কর্মস্থলে রাখা হয়েছে।
এসব কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন।
সোমবার চারটি পৃথক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাদের বদলির আদেশ দিয়েছে।
এগুলোর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে আটজনের মধ্যে ছয়জন অতিরিক্ত ডিআইজি এবং দুইজন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অন্য জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৮ জনের মধ্যে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্বে থাকা ১০ জনকে একই জায়গায় অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পাওয়া চট্টগ্রামের পুলিশ কমিশনার রয়েছেন। এছাড়া সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া ছয়জন অতিরিক্ত আইজিকে তাদের বর্তমান কর্মস্থলে রাখা হয়েছে।
একই আদেশে এক ডিআইজিকে সিলেট থেকে অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে একসঙ্গে ১২ জন ডিআইজি এবং চতুর্থ আদেশে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি করা হয়েছে।