স্টাফ রিপোর্টার : সাভারে ইটভাটা মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলাকে ডি-গ্রেডেড এয়ার শেড ঘোষণার প্রতিক্রিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
আমিনবাজারের একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোনায়েম খান রাজা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, সহ-সভাপতি শামীম আহমেদ, নির্বাহী সদস্য বাহাউদ্দিন বাহার, মোক্তার হোসেন, আব্বাস আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাভার উপজেলাকে ডি-গ্রেডেড ঘোষণায় সাভারের ১০৭টি ইটভাটা আকস্মিকভাবে বন্ধ করা হলে ভাটা মালিকদের হাজার কোটি টাকার ক্ষতি হবে।
তারা বলেন, সাভারের বায়ু দক্ষিণ দিকে যায়, ঢাকা শহরের দিকে যায় না। এছাড়া কোন পদ্ধতিতে ইট উৎপাদন করলে বায়ু দূষণ হবে না সেই পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিন, আমরা কিছুটা ব্যয়বহুল হলেও সে পদ্ধতিতে ইট উৎপাদন করবো। তাই অন্তত আগামী তিন বছরের জন্য তাদেরকে ইটভাটা পরিচালনা করার সুযোগ দেয়া হউক।