কক্সবাজার সংবাদদাতা : অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। এসময় ৫৩ বছর বয়সী আমিনা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানাসহ তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দিয়েছেন। পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।
২০১৯ সালের ২ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণ অনুযায়ী, কক্সবাজার দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া তথ্য বিবরণীতে আমিনা খাতুন ২৬ লাখ ৫৭ হাজার টাকার অস্থাবর সম্পদ গোপন করেন। এছাড়া তার আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ১১ লাখ ৪৭ হাজার টাকার অস্থাবর সম্পদেরও সন্ধান পাওয়া যায়।
তদন্ত শেষে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর আমিনা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।