বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

বাগছাসের চবির আহ্বায়ক কমিটির দায়িত্বে মুনতাসির-মাশনূন

 ফুলকি ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুনতাসির মাহমুদ এবং সদস্যসচিব করা হয়েছে আল মাশনূনকে। 

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।

 

 

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দুজন নারী সদস্য আছে।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সুলতানুল আরেফিন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শাহরিয়ার নাফিজ, স্বাধীন সিদ্দিকী, রাশেদুল ইসলাম, তানভীর হাসান ও মো. উলফাতুর রহমান রাকিব।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ চৌধুরী। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন নাসরুল্লাহ মনসুর মুবিন, তানভীন কায়েস লিওন, মো. ফয়সাল মিয়া, মোহাম্মদ ফুয়াদ হোসেন ও নাসির আহমেদ।

নতুন কমিটিতে মূখ্য সংগঠক হয়েছেন সাব্বির হোসেন রিয়াদ। সিনিয়র সংগঠক সোয়াইবুল ইসলাম। সংগঠক হিসেবে রয়েছেন ইমরান হোসেন, ফয়জুর রহমান, আশিকুল ইসলাম, সাইফ রাতুল ও মো. তাওসিফ ইয়াসার রুদ্র।

মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল মাওয়া মিথিলা ও সহ-মুখপাত্র নওশীন তাবাসসুম যূথী।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- নিলয় দেব শান্ত, মো. নাঈম বিশ্বাস, মো. সাগর সোয়াদ নাফিউ, ওসমান গনি, সাইফুর ইসলাম আলিফ, জাহিদ উদ্দিন, সঞ্জিবনী গোলদার, ফরহাদ হোসেন রুপম ও মোস্তফা কামাল।

সর্বাধিক পঠিত