রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
dailyfulki
daily-fulki

সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের পানিতে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের জায়গার পানিতে পড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল পাঁচটার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন স্বরণিকা আবাসিক এলাকার আমিনুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে তিন বছরের শিশু তৌফিক তার বাবা রাজমিস্ত্রি ফারুকের সঙ্গে ওই বাড়িতে যায়। এসময় অসাবধানতাবশত লিফটের স্থানে জমে থাকা পানিতে পড়ে সে মারা যায়। পরে পুলিশকে না জানিয়ে শিশুটির লাশ তার গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়।


এঘটনায় এলাকাবাসী নির্মাণাধীন ভবনের মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন। তাদের অভিযোগ, কোন প্রকার সেফটি ব্যবস্থা ছাড়াই ওই ভবনে নির্মাণকাজ চলছে।


এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।”
 

সর্বাধিক পঠিত