ফুলকি ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণ মামলায় এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরীকে (১৬) মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করে ইমাম মফিজুর রহমান মল্লিক। ওই দিন রাতে কিশোরীর বড় ভাই বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা করেন। রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে মফিজুরকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, সাতৈর ইউনিয়নের একটি গ্রামের ওই কিশোরী শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে একটি দোকানে যাচ্ছিল। ওই সময় ওই দোকানের পাশের বাড়ির মফিজুর রহমান টাকা দেওয়ার দেওয়ার কথা বলে কিশোরীকে পাশের মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করে। ওই কিশোরীর বড় ভাই মসজিদের বাথরুম থেকে কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করেন। পরে ওই কিশোরীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হোসেন বলেন, কোনো ধর্ষণের ভিকটিম হাসপাতালে এলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেওয়ার নিয়ম আছে। সে অনুযায়ী জরুরি বিভাগের চিকিৎসক তাকে সেখানে রেফার্ড করেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ধর্ষণের লিখিত অভিযোগ দিলে মামলা নথিভুক্ত করা হয়। মামলার এক ঘণ্টার মধ্যে আসামি মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।