মঙ্গলবার, 26 আগস্ট 2025
MENU
daily-fulki

ঢাকা-নারায়ণগঞ্জ রুট চাঁদাবাজদের সুবিধা দিতে ভাড়া বৃদ্ধির অভিযোগ, ক্ষোভের মুখে প্রত্যাহার

ফুলকি ডেস্ক :  তীব্র বিরোধিতার মুখে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বর্ধিত পাঁচ টাকা বাস ভাড়া স্থগিত করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

চাঁদাবাজদের সুবিধা দিতে এই বাস ভাড়া বাড়ানো হয় বলে অভিযোগ রয়েছে। তবে বর্ধিত বাস ভাড়া স্থগিত করলেও আজ শনিবার সংবাদ সম্মেলন স্থগিত করেনি যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। 

 

 

এ প্রসঙ্গে ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, বর্ধিত বাস ভাড়া বাদ দেওয়া হয়নি। স্থগিত করলেও কেন, কার স্বার্থে এই বাস ভাড়া বাড়ানোর উদ্যোগ নিলেন– জেলা প্রশাসককে এই প্রশ্নের উত্তর দিতে হবে। ওসমানদের সময়ে বাস মালিকদের চাঁদা দিতে হতো। তাই বাস ভাড়া বেশি ছিল। গণঅভ্যুত্থানের পর যেহেতু চাঁদা দেওয়া বন্ধ হয়েছিল, সে পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনের মুখে ভাড়া কমিয়ে আনা হয়।   

ডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত গত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া আগের মতো বহাল থাকবে।

এর আগে গত বুধবার নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের বিরোধিতার পরও বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক। পরে বৃহস্পতিবার সকালে ৫৫ টাকার টিকিট ছাপিয়ে এ পথে বর্ধিত বাস ভাড়া কার্যকর করা হয়।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন গড়ে তোলে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। তারা আধা বেলা হরতালেরও ঘোষণা দেয়। পরে হরতালের এক দিন আগে ১৬ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক বাস-মালিক ও যাত্রী অধিকার ফোরামের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করেন।

এই সিদ্ধান্তের ৯ মাসের মাথায় বাস ভাড়া ফের বাড়ানো হয়। যদিও নারায়ণগঞ্জ-ঢাকা পথে সরকারি পরিবহন বিআরটিসির যেসব বাস চলে সেগুলোর ভাড়া ৪৫ টাকা। করোনার আগে এ পথে ৪৫ টাকায় নন-এসি বাসগুলোতে যাত্রী পরিবহন করলেও করোনার সময়ে বাস ভাড়া এক লাফে বাড়িয়ে ৬০ টাকা করা হয়। পরে তা পাঁচ টাকা কমিয়ে ৫৫ টাকা করা হয়। 
বন্ধন পরিবহনের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন লিটন বলেন, বর্তমানে সিটি বন্ধন পরিবহন ও উৎসব ট্রান্সপোর্ট মিলিয়ে শতাধিক বাসের নিবন্ধন থাকলেও ৮০টির মতো বাস চলাচল করে। 

গত বুধবার বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনৈতিক, নাগরিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতারা। ফেসবুকে বর্ধিত বাস ভাড়ার প্রতিবাদ জানিয়ে শত শত পোস্ট হয়। বৃহস্পতিবার ছাত্র-জনতার ব্যানারে বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্র ও শনিবার কর্মসূচি ঘোষণা করে গণসংহতি আন্দোলন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বর্ধিত বাস ভাড়া স্থগিত করার পর গণসংহতি আন্দোলন তাদের কর্মসূচি স্থগিত করেছে। 

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক বলেন, চাঁদাবাজদের প্রচ্ছন্ন সুবিধা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
তবে অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী বলেন, চাঁদার কোনো বিষয় নেই। চাঁদা দেওয়ার জন্য বাস ভাড়া বাড়েনি। বেড়েছে যানবাহন-সংক্রান্ত সব কিছুর দাম বাড়ার কারণে। 

 

সর্বাধিক পঠিত