টপ এন্ড টি-২০ সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজে আলো কাড়া ওপেনার জিসান আলম ফিফটি পেয়েছেন। আফিফ হোসেন ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি ছোঁয়া রান করেছেন।
শনিবার ডারউইনে শুরুতে ব্যাট করতে নেমে ৬.৪ ওভারে ৪৮ রানের পুঁজি পায় বাংলাদেশ ‘এ’ দল। নাঈম শেখ ১৭ বলে ১৫ রান করে ফিরে যান। এশিয়া কাপের দলে ডাক পাওয়া সাইফ হাসান ১৯ বল খেলে করতে পারেন ১৫ রান।
পরেই সাজঘরে ফেরা ওপেনার জিসান আলম ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন। তিনি পাঁচটি চার ও একটি ছক্কা মারেন। চারে ব্যাট করা আফিফ হোসেন ২৩ বলে ৪৯ রানের হার না মানা ইনিংস খেলেন। পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটার।
জাতীয় দলে ফেরা ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান ৮ বলে ৬ রান করে আউট হয়ে যান। তবে মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় একাদশে ঢুকে তিন ম্যাচেই ভালো করেছেন স্লগার ইয়াসির রাব্বি। তিনি এদিন ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেন। একটি করে চার ও ছক্কা মারেন।