বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের বেংগালিয়া গ্রামে জন্মসনদে উল্লিখিত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে আসলে বিয়ের অনুষ্ঠান থেকে বেড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় বর কে আটক করে। নাম মোঃ শরিফুল ইসলাম (২৫) আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের সিংহাসন গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বরের আগের দুটি বিবাহ করেছে মর্মে জানা যায়।