বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে সতর্ক করল তিতাস

ফুলকি ডেস্ক : স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে অসাধু ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস কর্তৃপক্ষ।

 

বার্তায় বলা হয়, গ্রাহক পর্যায়ে প্রিপেইড গ্যাস মিটারের ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদার পরিপ্রেক্ষিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), বাংলাদেশ সরকার ও তিতাস গ্যাসের নিজস্ব অর্থায়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

প্রকল্পের আওতায় তিতাস গ্যাসের সার্বিক তত্ত্বাবধানে মেট্রো ঢাকা বিপণন ডিভিশন-দক্ষিণ এবং আঞ্চলিক বিপণন ডিভিশন-নারায়ণগঞ্জ এর আওতাধীন এলাকাগুলোর আবাসিক গ্রাহকদের ৬ লাখ ৫০ হাজার স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের কাজ শুরু করা হবে।

এই গ্যাস মিটার স্থাপনের জন্য গ্রাহককে এককালীন কোনো অর্থ প্রদান করতে হবে না। মিটার ভাড়া হিসেবে গ্রাহকের কাছ থেকে রিচার্জের সময় প্রতি মাসে ভাড়া আদায় করা হবে। তবে স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপনকালে গ্রাহকের অভ্যন্তরীণ গ্যাস লাইনের কোনো চাবি/ভাল্ব/সরঞ্জাম পরিবর্তনের প্রয়োজন হলে তা গ্রাহককে বহন করতে হবে এবং বাড়ির অভ্যন্তরীণ গ্যাস লাইনের কোনো প্রকার পরিবর্তন/পরিবর্ধন/রক্ষণাবেক্ষণ কিংবা পৃথকীকরণের প্রয়োজন হলে তা তিতাস গ্যাসের তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে গ্রাহক ব্যয়ে সম্পাদন করতে হবে।

স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপন কাজের আওতায় প্রকল্পের নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি/প্রতিনিধিরা ২৩ আগস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রকল্প এলাকার গ্রাহক আঙিনা পরিদর্শনপূর্বক নমুনা জরিপের কাজ সম্পাদন করবেন। 

জরিপকালে পরামর্শক প্রতিষ্ঠানের পরিচয়পত্রধারী প্রতিনিধি/প্রতিনিধিদের গ্যাস বিল বই প্রদর্শন, গ্যাস স্থাপনাগুলো (চুলা) পরিদর্শনে সহযোগিতাসহ সার্বিক তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে অসাধু ব্যক্তি/চক্রের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে গ্রাহকদের সচেতন থাকার অনুরোধ করা হলো।

সর্বাধিক পঠিত