জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে ২৫টি পদের বিপরীতে মোট ২৭৩টি এবং হল সংসদে ৪৬৭টিসহ মোট ৭৪০টি মনোনয়ন ফরম জমা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এরপর নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম তিন দিনের তথ্য প্রকাশ করেন।
অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য বরাদ্দ নির্ধারিত তিন দিনে ২৫টি পদে ২৯৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
এর মধ্যে মনোনয়নপত্র জমা হয়েছে ২৭৩টি।’
তিনি বলেন, ‘হল সংসদে ৫১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
এর মধ্যে মনোনয়নপত্র জমা হয়েছে ৪৬৭টি। কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলিয়ে ৮১৩টি মনোনয়নপত্র সংগ্রহ এবং ৭৪০টি মনোনয়নপত্র দাখিল করেছেন শিক্ষার্থীরা।