স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভায় অফিস কক্ষে দুই কর কর্মকর্তা প্রকাশ্যেহাতাহাতিতে জড়িয়েছেন। সহকারী কর আদায়কারী কর্মকর্তানজরুল ইসলাম ও কর নির্ধারণকর্মকর্তা মো. নাজমুল হাসানের মধ্যে এ অপ্রীতিকর ঘটনাঘটে।
বুধবার (২০ আগস্ট) দুপুরদেড়টার দিকে কর নির্ধারণ কর্মকর্তানাজমুল হাসানের কক্ষে এ ঘটনা ঘটে।ঘটনাটির একটি ভিডিও হাতে ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহীঅফিসার মো: আবুবকর সরকারে সঙ্গে আলাপ করলে তিনি জানান, বিষয়টি তদন্ত করতে পৌর নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটিকমিটি করে দিয়েছি। আগামী ৭ কর্মদিবসের মধ্যেরিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির অন্য ২ জন সদস্যহলেন পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো: ছামছুদ্দিন ও সহকারী প্রকৌশলীমো: আলম মিয়া।
ভিডিওতেদেখা যায়, কর নির্ধারণ কর্মকর্তানাজমুল হাসান নিজের চেয়ারে বসে আছেন। সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। এমন সময় সহকারী কর আদায়কারী কর্মকর্তানজরুল ইসলাম প্রবেশ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নজরুল ইসলাম কর নির্ধারণ কর্মকর্তারদিকে তেড়ে যান। তাকে থামানোর চেষ্টা করেন উপস্থিত লোকজন। তবে তাদের দূরে ঠেলে দুই কর্মকর্তা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে উপস্থিত ব্যক্তিরা দুজনকেই নিবৃত্ত করেন।
ঘটনার পর বিষয়টি নিয়েপৌরসভায় কর্মচারী ও সেবা প্রার্থীদেরমধ্যে নানা আলোচনা শুরু হয়।
জানতে চাইলে কর নির্ধারণ কর্মকর্তানাজমুল হাসান বলেন, “নজরুল ইসলাম আমার জুনিয়র। অফিসে একটি বিষয় নিয়ে কথা বলতেই তিনি উত্তেজিত হয়ে আমার ওপর আক্রমণ করেন।”
এদিকে সহকারী কর আদায়কারী কর্মকর্তানজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তিনিপৌর ভবন ছেড়ে চলে যান।
যোগাযোগ করা হলে সাভার পৌর নির্বাহী কর্মকর্তা সায়েদুল ইসলাম বলেন, “দুই কর্মকর্তার মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। তবে মারামারি হয়নি। বিস্তারিত জেনে বলতে পারব।”