ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী সেলিনা আক্তার পিংকিকে (২৫) তিন বছরের শিশু ছেলের সামনে কুপিয়ে হত্যার করেছে সাবেক স্বামী বদর উদ্দিন বদু। পরে বদু (৩৫) নিজেও বিষপানে আত্মহত্যা করে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জুলাই) সকালেউপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে। পরে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখাপর্যন্ত নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ ও হত্যা কাজেব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহতপিংকির মা রোমানা আক্তারবাদি হয়ে অজ্ঞাত নামা উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নবগ্রাম পশ্চিমপাড়ার ইনসান আলী শেখের ছেলে বদর উদ্দিন বদু স্ত্রী নিয়ে সাত বছর আগে ধামরাইয়ে কালামপুর গ্রামের আনছার আলীর বাড়িতে ভাড়া থেকে ট্রাক চালক হিসেবে সংসার চালিয়ে আসছিলেন। কিছুদিন থাকার পর বাড়ির মালিকআনছার আলীর মেয়ে সেলিনা আক্তার পিংকির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে তারাবিবাহ করেন।
বদর উদ্দিন বদু দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর পিংকির সংসারে এক ছেলে সন্তানেরজন্ম হয়। যার বর্তমান বয়স তিন বছর (শামিম হোসেন)। এরমধ্যে বদুপ্রায়ই নেশা করে বাসায় ফিরতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। এক পর্যাতে গতচার মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর বদু কালামপুর বাজারের পাশেই বাসা ভাড়া থাকতো। আর মাঝে মধ্যেইছেলে শামীমকে দেখার জন্য পিংকির বাড়িতে আসা-যাওয়া করতো।
বুধবার সকাল ৮টার দিকে কয়েকটি চিপস, চানাচুর ও জুস নিয়েপিংকির বাড়িতে যায় বদু। এসময় পিংকির মা পোশাককর্মী রোমানাবেগম কর্মস্থলে এবং বাবা আনছার আলী বাড়ির বাহিরে ছিলেন। এ সুযোগে বাসারদরজা লাগিয়ে পিংকিকে উপর্যুপরি কুপিয়ে পিংকির নাড়ি-ভুড়ি বের করে ফেলে। এতে ঘটনাস্থলেই পিংকি মারা যান।
এদিকে বদু বিষপান করে ঘাটের মধ্যেই অচেতন হয়ে পড়ে। এসময় তার তিন বছরের ছেলে শামীম কক্ষের ভেতরেই কান্না করতে থাকলে আশপাশের লোকজন দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে। পরে খবর পেয়ে পুলিশ বদর উদ্দিন বদুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
নিহত সেলিনা আক্তার পিংকির মা রোমানা বেগমজানান, বদু আমাদের বাসায় ভাড়া থেকে আমাদের অমতে প্রেমের সম্পর্ক করে পিংকিকে বিয়ে করেছিল। নেশা করায় আমার মেয়ে তাকে তালাক দিয়েছে চার মাস আগে। আমাদের অনুপস্থিতিতে বাড়িতে এসে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে বদু।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার পর বদর উদ্দিনবদু বিষপান করে আত্মহত্যা করেছে। হত্যাকাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।