বৃহস্পতিবার, 21 আগস্ট 2025
MENU
daily-fulki

‘কাজের তালিকা কখনোই বড় করতে চাইনি’

‘২০২০ থেকে ছয়টা সিনেমায় কাজ করেছি। আমার এই চলচ্চিত্র যাত্রায় পরিচালক বেছে কাজ করার সুযোগ কম। ফলে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ, আমি তালিকা কখনোই বড় করতে চাইনি। এখানেই আমি সফল। চরিত্র বুঝে আমি যতগুলো কাজ করেছি, সবই আমার পছন্দের সিনেমা। এবারও যখন ‘অপ্রত্যাশিত’ সিনেমা নিয়ে বলা হয়, গল্প শুনে মনে হয়েছিল এটা আমার গল্প।’

সম্প্রতি সমকালের সঙ্গে আপালকালে কথাগুলো বলছিলেন অভিনেত্রী প্রিয়ম অর্চি।

 

 

সিনেমার সংখ্যা কম হলেও প্রতিটি কাজই তাঁকে ভিন্নভাবে দর্শকদের সামনে এনেছে। সিনেমাগুলো শুধু দেশে নয়, বিদেশেও প্রশংসিত হয়েছে। এ বছর তাঁর অভিনীত ‘নির্বাণ’ রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। এর আগে ‘বলী’ ছবিটি বুসানের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছিল। এই সিনেমাতেও দেখা গেছে প্রিয়মকে।

গত বছরের শুরুতে প্রকাশিত হয় তাঁর নতুন সিনেমা, যা যুক্তরাজ্যভিত্তিক। ছবির ইংরেজি নাম ‘দ্য আনএক্সপেকটেড’ (অপ্রত্যাশিত)। পরিচালনা করেছেন দেবাশীষ ব্যানার্জি। নতুন খবর হচ্ছে, সিনেমাটি শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। পাশাপাশি উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রিয়ম অর্চি।

 

 

 

ছবির কাহিনি ঘুরপাক খায় একজন মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত লেখক ও তাঁর কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করে। জীবনের শেষ বইটি লেখার সময় অপ্রত্যাশিতভাবে বইয়ের চরিত্রটি তাঁর সামনে হাজির হয়। একজন তরুণীর চরিত্র সেটি। সেই চরিত্রে দেখা যাবে প্রিয়মকে।

প্রিয়ম অর্চি বলেন, ‘আমাদের সিনেমা শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই ছবির মাধ্যমে বিদেশি কোনো টিমের সঙ্গে বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি।’

প্রিয়ম আরও বলেন, “আমাদের সিনেমার টিমে বিভিন্ন দেশের সদস্য ছিলেন। নির্মাতা ভারতীয়, সিনেমাটোগ্রাফার বাংলাদেশের ইকবাল হোসাইন চৌধুরী, লাইটিং যুক্তরাজ্য থেকে, মেকআপ আর্টিস্ট আফগানিস্তান থেকে। এ কারণে কাজটি করতে দারুণ লেগেছে। কাজটি থেকে অনেক কিছু শিখেছি এবং এই অভিজ্ঞতা আমাকে আন্তর্জাতিক মানের সিনেমার জন্য প্রস্তুত করেছে। আশা করি, আগামীতে বাংলাদেশি কোনো প্রজেক্টে সুযোগ এলে এই অভিজ্ঞতা কাজে লাগবে।”

সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে লন্ডন ও এর আশপাশের শহরগুলোতে। প্রিয়ম জানান, এমন একটি মাল্টি কালচারাল টিমের সঙ্গে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা, যা আমাকে বিশ্বমানের সিনেমার জন্য আরও প্রস্তুত করেছে।”

সর্বাধিক পঠিত