বৃহস্পতিবার, 21 আগস্ট 2025
MENU
daily-fulki

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা


স্টাফ রিপোর্টার : দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ছয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে দলটি। সমাবেশ ও আলোচনা সভাসহ ছয় দিন ব্যাপি কর্মসূচি পালন করবেন দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার(২০ আগস্ট) দলের ‘জাতীয় উদযাপন কমিটির’ সভা শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট দুপুর দুইটায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

১ সেপ্টেম্বর সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন।

এছাড়াও, দলের জেলা ও শহর ইউনিটগুলো একই দিনে সারা দেশে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করবে।

২ সেপ্টেম্বর, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

৩ সেপ্টেম্বর বিএনপির সকল উপজেলা ও পৌরসভা ইউনিট সমাবেশ ও আলোচনা সভা করবে।

৪ সেপ্টেম্বর, দলটি সারা দেশে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং ক্রীড়া অনুষ্ঠান এবং বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজনের মতো বেশ কয়েকটি গণ-কর্মসূচি পালন করবে।

৫ সেপ্টেম্বর দলটি তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করবে।

কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও, বিএনপির সহযোগী সংগঠন এবং সারা দেশে তাদের সকল ইউনিট তাদের নিজস্ব কর্মসূচি পালনের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে দিবসটি উদযাপন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো পোস্টার এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি নিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল বিএনপি গঠন করেন। দলটি বেশ কয়েকবার দেশ শাসনও করেছে।

১ সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৮ আগস্ট বিএনপি ১৬ সদস্যের একটি ‘জাতীয় উদযাপন কমিটি’ গঠন করে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে।
 

 

সর্বাধিক পঠিত