বুধবার, 20 আগস্ট 2025
MENU
daily-fulki

দেড় যুগ আগে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল, প্রজ্ঞাপন জারি

ফুলকি ডেস্ক : দেড় যুগ আগে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাদের মঙ্গলবারের মধ্যে ইসির সিনিয়র সচিবের কাছে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে চাকরিতে যোগদান করতে অনিচ্ছুক হিসেবে ধরা হবে।

 

এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ২৫ ফেব্রুয়ারি রায়ের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বরের অপসারণ আদেশের তারিখ থেকে পুনর্বহালের তারিখ পর্যন্ত অসাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। একইসঙ্গে আদালতের রায় অনুযায়ী তারা সব বকেয়া বেতন, সুবিধাদি ও জ্যেষ্ঠতা পাবেন।

এর আগে চাকরিচ্যুত ৮৫ জন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। সোমবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির দেওয়া এ রায়ের ১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। 

২০২২ সালে আবেদনকারীদের আপিল খারিজ করে দেওয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা পৃথক আবেদনের ওপর শুনানি শেষে গত ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাদের চাকরিতে পুনর্বহালের রায় দেন। 

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। চারদলীয় জোট সরকারের সময়ের এই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠার পর ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩২৭ জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে ৮৫ জনকে ওই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছিল তাদের। 

সর্বাধিক পঠিত