ফুলকি ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদ।
মঙ্গলবার তারা জাতীয় ঐকমত্য কমিশনে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিটি গ্রহণ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল। তাদের রেমিট্যান্স দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি থাকা উচিত।
স্মারকলিপিতে বলা হয়, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে প্রবাসীরা সরাসরি ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সনদের খসড়ায় তাদের ঐতিহাসিক অবদান, ভোটাধিকার ও জাতীয় রাজনৈতিক কাঠামোয় প্রতিনিধিত্বের বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। কোটি প্রবাসী শুধু অর্থনীতিই নয়, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রারও অপরিহার্য অংশ।
স্মারকলিপিতে চার দফায় বলা হয়েছে- জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি, ভোটাধিকার, সংসদে প্রতিনিধিত্ব এবং বিশেষ নীতি প্রণয় করতে হবে।