বুধবার, 20 আগস্ট 2025
MENU
daily-fulki

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পড়ে ছিল যুবকের লাশ

ফুলকি ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের কাছে স্টেশনের ওভারব্রিজের পাশেই পড়ে ছিল মরদেহটি।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হন। ধারণা করা হচ্ছে, ওই যুবকটি ট্রেনের দরজায় হ্যান্ডেল ধরে মাথা বের করে যাচ্ছিলেন। উল্লাপাড়া স্টেশনের ওভারব্রিজের লোহার খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে মাথায় আঘাত পেয়ে ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

স্টেশন মাস্টার বলেন, যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স প্রায় ২২/২৩ বছর হবে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে বুধবার সকালে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ছেলেটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

 

সর্বাধিক পঠিত