স্টাফ রিপোর্টার : সাভার থেকে বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মোহাম্মদপুরের ছিনতাই চক্রের ‘প্রধান’ বলে দাবি করেছে পুলিশ।
সোমবার রাত ১টার দিকে সাভারের শামলাপুর এলাকা থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম তাকে গ্রেপ্তার করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিল্লালের নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় ৭টি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ডিএমপি বলছে, মোহাম্মদপুর ও আদাবর এলাকার ‘কুখ্যাত ছিনতাইকারী’ বিল্লাল সাভারের শামলাপুর এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
বিল্লাল মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই করত বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।