বুধবার, 20 আগস্ট 2025
MENU
daily-fulki

হেমায়েতপুরে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকা থেকে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. আবু রায়হানকে (২৫) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি মঙ্গলবার (১৯ আগস্ট) অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এতে এসআই (নিরস্ত্র) মো. মামুনুর রশিদ সংগীয় অফিসার ও ফোর্সসহ সোমবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাদক কারবারি মো. আবু রায়হান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিণ দুয়ারি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। 


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, ‘ঢাকা জেলা পুলিশের অভিভাবক মো. আনিসুজ্জামান (পিপিএম) নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার হেফাজত থেকে তিন হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।


তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই কারবার পরিচালনা করে যাচ্ছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

সর্বাধিক পঠিত