বুধবার, 20 আগস্ট 2025
MENU
daily-fulki

ভারত ভ্রমণে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ, প্রথম কোন দেশ

ফুলকি ডেস্ক : গত পাঁচ বছরে ভারতে বিদেশি পর্যটক আগমনের ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে দেশটিতে ভ্রমণ অনেকটাই কমে গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপড়েন চলছে। যে কারণে ভারতে বাংলাদেশিদের গমনও উল্লেখযোগ্য হারে কমে গেছে।

বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র আর তৃতীয় স্থানে যুক্তরাজ্য। পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডাও শীর্ষ পাঁচ উৎস দেশের তালিকায় জায়গা করে নিয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ভারতের লোকসভায় এ পরিসংখ্যান তুলে ধরেন দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতে মোট বিদেশি পর্যটক আগমন হয়েছে প্রায় ৯৯ লাখ ৫২ হাজার। মন্ত্রী জানান, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সংজ্ঞা অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটক আগমন (আইটিএ) মূলত দুই ভাগে বিভক্ত—বিদেশি পর্যটক আগমন (এফটিএ) এবং অ-নিবাসী ভারতীয় নাগরিকদের আগমন।

মন্ত্রী এদিন লোকসভায় গত পাঁচ বছরের (২০২০ থেকে ২০২৪) বিদেশি পর্যটক আগমনের শীর্ষ ১০ দেশের তালিকা প্রকাশ করেন। তালিকায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, ফ্রান্স ও সিঙ্গাপুর স্থান পেয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২০-২৩ সালে ভারতে সর্বাধিক পর্যটক এসেছে বাংলাদেশ থেকে। তবে ২০২১, ২০২২ ও ২০২৪ সালে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে ছিল। এ ছাড়া বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে এফটিএ ছিল ২৭ লাখ ৪৫ হাজার, ২০২১ সালে ১৫ লাখ ২৭ হাজার, ২০২২ সালে ৬৪ লাখ ৩৭ হাজার, ২০২৩ সালে ৯৫ লাখ ২১ হাজার এবং ২০২৪ সালে ৯৯ লাখ ৫২ হাজার। একই সময়ে আন্তর্জাতিক পর্যটক আগমন ধীরে ধীরে বেড়ে দাঁড়ায় ২০২৪ সালে দুই কোটি পাঁচ লাখেরও বেশি।

বিশ্লেষকদের মতে, করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ভারতের পর্যটন খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পর্যটকের আগমন প্রায় মহামারির আগের স্তরকেও ছাড়িয়ে গেছে।

 

সর্বাধিক পঠিত