ফুলকি ডেস্ক : আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নতুন ২৮ হাজার সদস্য নিয়োগ দিচ্ছে সরকার। সোমবার বিকেলে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ১৫ হাজার ৮৫১, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চার হাজার ৪৬৯, আনসার পাঁচ হাজার ৫৫১, কোস্টগার্ড ৬৩৪, কারারক্ষী এক হাজার ৫৫৮ এবং ফায়ার সার্ভিসে ২০৮ জন নিয়োগ দেওয়া হচ্ছে। কিছু নতুন পদ সৃষ্টি এবং কিছু শূন্য পদ পূরণ করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাইবার অপরাধ দমনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির ওপর নজরদারি বাড়ানো এবং সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। আগামী ডাকসু নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মব ভায়োলেন্স প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব ভায়োলেন্স এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। কয়েকদিন আগে রংপুরে মব ভায়োলেন্স হয়েছে। ঢাকায় মব ভায়োলেন্স কমলেও আশপাশে কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়।’ গ্রেপ্তারের সময় কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে।
১৫ আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা– এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞার বিষয়ে জানা নেই। তবে নির্দেশনা ছিল কোনা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়নে অগ্রগতি, জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনা-বিষয়ক আলোচনা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।