শুক্রবার, 10 অক্টোবর 2025
MENU
daily-fulki

বাগছাস থেকে পদত্যাগ করে স্বতন্ত্র ভিপি প্রার্থী হওয়ার ঘোষণা

ফুলকি ডেস্ক : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংদ (বাগছাস) থেকে পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদে স্বতন্ত্র ভিপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তসেন মুক্তার। আজ সোমবার বিকেলে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 

 

পোস্টে মুক্তসেন মুক্তার খেলেন, ‘লেজুড়বৃত্তিক রাজনীতির সঙ্গে আমার নীতি ও আদর্শ যায় না। তাই এটার বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট করে হল সংসদে লেজুড়বৃত্তিক রাজনীতির বিরুদ্ধে স্বতন্ত্র ভিপি পদে প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছি। আমি মুক্তার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি  থেকে পদত্যাগের ঘোষণা করছি।’

 

তিনি আরও খেলেন, ‘মূলত বাগছাসে থেকে আমি লেজুড়বৃত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলা মানে দ্বিচারিতার শামিল। আমার দ্বারা তারা প্রতারিত হোক সেটা আমি চাই না। তাছাড়া আমি সাধারণ শিক্ষার্থীদের সরলতাকে পুঁজি করে রাজনীতিও করতে পারব না। সেজন্য আমার রাজনৈতিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’

 

সর্বাধিক পঠিত