ফুলকি ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনের জেরে আরও পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর-২ শাখা।
সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন, ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, দিনাজপুরের যুগ্ম কর কমিশনার মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা এবং ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব।
সোমবার পৃথকভাবে সাময়িক বরখাস্ত সংক্রান্ত এসব প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বরত অন্য কর্মচারীদের দাপ্তরিক কাজে বাধা দেওয়ার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার কর্তৃক গত ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ জারি করা হয়। এর বিরোধীতা করে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা এনবিআর, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এবং আয়কর বিভাগের দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক কাজে বাধা দেন। কাজ বাদ দিয়ে সাংগঠনিক ভূমিকা পালনের মাধ্যমে রাজস্ব আহরণ কার্যক্রম বাধাগ্রস্থ করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
সাময়িক বরখাস্তকৃতরা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।