বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সিংগাইরে বৃদ্ধ গৃহকর্তা খুন, চারটি গরু লুট

 

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে :
মানিকগঞ্জের সিংগাইরে হাজী মহর উদ্দিন (৭০) নামের এক গৃহকর্তাকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাজী মহর উদ্দিন ওই গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে ও চার সন্তানের জনক।

নিহতের ছোট ভাই শাহজাহান ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত দুইটার দিকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে গোয়ালঘর থেকে তিনটি গরু বের করে পিকআপে তোলে। চতুর্থ গরুটি বের করার সময় গৃহকর্তা টের পেয়ে বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার সময় গৃহকর্তার বাড়ির বিপরীত পাশে অবস্থিত ইসলামনগর এভার লাইট ব্যাটারি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডদের ডাকাডাকি করলেও তারা কোনো সহযোগিতা করেনি। এমনকি থানায় খবর দেওয়ার উদ্যোগও নেয়নি। প্রায় আট ঘণ্টা দুর্বৃত্তদের তাণ্ডব চললেও তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সোমবার দুপুরে ওই ফ্যাক্টরিতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এলাকাবাসীর ধারণা, ঘটনার সঙ্গে ওই ফ্যাক্টরির কারও সম্পৃক্ততা থাকতে পারে।

এভার লাইট ব্যাটারি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড আজিজুল হক বলেন, ঘটার পর আমাদের জানানো হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না থাকায় রাতে আমরা ফ্যাক্টরির বাইরে বের হইনি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত