বুধবার, 9 জুলাই 2025
MENU
daily-fulki

হজে গিয়ে মৃত্যু ৪৪ বাংলাদেশির, দেশে ফিরলেন ৭৬,৭৬৮ জন

ফিরতি হজ ফ্লাইট শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। পবিত্র হজ শেষে এ পর্যন্ত ৭৬ হাজার ৭৬৮ জন দেশে ফিরেছেন। হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিদিনের হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবে মৃত বাংলাদেশিদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৬, মদিনায় ১৪, জেদ্দায় ৩ ও আরাফায় একজন মারা গেছেন।

গত ৫ জুন হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন। এর পর থেকে সোমবার রাত পর্যন্ত ২০০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮ ফ্লাইটে ৩৪ হাজার ৮, সৌদি এয়ারলাইন্সের ৭৪ ফ্লাইটে ২৬ হাজার ৬৮৩, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮ ফ্লাইটে ১০ হাজার ৩৮৮ এবং অন্যান্য এয়ারলাইন্সে ৫ হাজার ৬৮৯ হাজি বাংলাদেশে ফিরেছেন।

এবার বাংলাদেশি হজযাত্রী ছিল ৮৭ হাজার ১৫৭। গত ২৯ এপ্রিল শুরু হয়ে হজ ফ্লাইট শেষ হয় ৩১ মে। তিনটি এয়ারলাইন্সের ২২৪ ফ্লাইটে যাত্রীরা সৌদি আরব যান। বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে বর্তমানে ১৪ বাংলাদেশি হজযাত্রী চিকিৎসাধীন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ৩২৫ জন।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত