আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী মামলায় ইউনিয়ন কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারৃকত কৃষক লীগ নেতার নাম মনির বেপারী (৩৮)। তিনি আশুলিয়ার গোপালবাড়ি এলাকার মৃত আনছার বেপারীর ছেলে এবং ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহবায়ক বলে জানা যায়।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার গণকবাড়ী ইপিজেড এলাকার হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল বলে জানায় পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার কৃষক লীগ নেতাকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।