স্টাফ রিপোর্টার : সাভারে অবহেলিত জনপদ বেদে সম্প্রদায়ের এক দম্পতির বিয়ের আংটি বদল হল হেলিকপ্টারে। রবিবার (১৭ আগস্ট) বিকেলে হেলিকপ্টারে তাদের আংটি বদল হয়। পরে নব দম্পতি পরিবার নিয়ে সাভারের আকাশে প্রায় দশ মিনিট চক্কর দেন।
পুলিশ জানায়, রবিবার বিকেলে স্থানীয় বর্ষা আক্তার ও সুলতানের মধ্যে বিয়ের আংটি বদল হয়। পরে তারা হেলিকপ্টারে করে সেখানে আকাশে উড়েন প্রায় ১০ মিনিট। বোনের মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকায় হেলিকপ্টারটি ভাড়া করেন স্পেন প্রবাসী আলী উজ্জ্বল।
বেদে সম্প্রদায়ের মাঝে হেলিকপ্টারে আংটি বদল হওয়ায় সেখানে নানা শ্রেণী পেশার মানুষ হেলিকপ্টারে আংটি বদল দেখতে ভিড় করেন। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উৎসুক জনতাকে সরাতে প্রচন্ড বেগ পেতে হয়।
নবদম্পতিরা জানান, হেলিকপ্টারে আংটি বদল হওয়ায় তারা অনেক আনন্দিত। স্থানীয় বেদে সম্প্রদায়ও হেলিকপ্টার দেখে আনন্দিত বোধ করেন। জাকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠিত হওয়ায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।