বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় জাকির হোসেন (৩৬) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৬ আগস্ট) রাত ৭টারদিকে আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৩৬) আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া আমতলা এলাকার নুর মুহাম্মদের ছেলে। তিনি আশুলিয়ার থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।


পুলিশ জানায়, শনিবার রাত ৭টার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকা থেকে এক সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় মামলা রয়েছে বলে জানা যায়।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, আশুলিয়ার ভাদাইল থেকে জাকির হোসেন নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

সর্বাধিক পঠিত