ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ের দেওনাই গ্রামে দুই সহোদর ব্যবসায়ীর বসতবাড়ি দখলচেষ্টা ও মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আশরাফ ও আশিক গংয়ের বিরুদ্ধে।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে দেওনাই গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলী হোসেন ও তার ভাই ছানোয়ার হোসেন। প্রতিক্ষের হুমকিতে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে আলী হোসেন বলেন, ধামরাইয়ের দেওনাই মৌজার এসএ ৫৩৯ ও ৫৪০ এবং আরএস ৭৯৭ নং দাগের ১৩ শতাংশ জমি ক্রয় ও ওয়ারিশ সূত্রে মালিক স্থানীয় কোরজত আলীর স্ত্রী ফজিলা খাতুন। গত ১৯৯৮ সালে ফজিলা খাতুনের কাছ থেকে আমি ও আমার ভাই ছানোয়ার হোসেন ক্রয় সূত্রে মালিক হয়ে সেখানে আধাপাকা দুটি বসতবাড়ি নির্মাণ করি।
এরপরই স্থানীয় আবুল হোসেন তার ছেলে আশরাফ, জলিল, আশিক ওই জমি তাদের দাবি করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি খুব শিগগির আদালত রায় দেবেন। রায়ে তারা হেরে যাওয়ার আশংকায় গত ৩ জুন আশরাফ, জলিল, আশিক, শরিফসহ বেশ কয়েকজন লাঠিসোটা নিয়ে আমাদের বসতবাড়ি দখলের চেষ্টা চালায়।
এসময় আমি বাধা দিলে আমাকে ওরা পিটিয়ে হত্যার চেষ্টা করে। ওই ঘটনায় ৪ জুন হামলাকারীদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করি। বর্তমানে ওই মামলাটি তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষের লোকজন আমাকে ও আমার ভাই ছানোয়ার হোসেনসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে আসছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।