ফুলকি ডেস্ক : জয়পুরহাটে দলীয় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাত নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশ পাওয়া নেতারা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, সদস্যসচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্নাহ হাসান, সদস্য ছহরাফ ইসলাম ইমন ও শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিব।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জয়পুরহাট জেলা শাখা ও জেলা শাখার অধীন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল, জয়পুরহাট শহর ছাত্রদল এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হলো।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম ৭ জনের কারণ দর্শানোর চিঠি প্রাপ্তির বিষয় নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট সরকারি কলেজ শাখার ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এএসআইসহ কমপক্ষে ৭ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ফলে ওইদিন কাউন্সিল করতে পারেননি কেন্দ্রীয় নেতারা।