বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে ঘুমন্ত ব্যক্তিকে খুনের ঘটনায় দায়ীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার রাজাসন এলাকায় নিজ বাড়িতে ঘুমন্ত হাশেম মন্ডল হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি রহস্যজনক কারণে পুলিশ আসামীকে গ্রেফতার করছে না এবং হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলও পরিদর্শন করেনি।

শনিবার (১৬ আগস্ট) সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে রাজাসন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। কয়েক শ’ এলাকাবাসী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগস্ট রাজাসন মন্ডলপাড়া এলাকায় নিজ ঘরে হাশেম মন্ডলকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে মৃত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর ১৩ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। হাসেম মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ ঘটনায় তার মা রোকেয়া বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। মানববন্ধন থেকে এলাকাবাসী অভিযোগ করেন পুলিশের রহস্যময় ভূমিকার কারণে ঘটনার সঙ্গে জড়িত কোন আসামিকে গ্রেফতার হয়নি। 

তারা বলেন, এমনকি পুলিশ মৃত্যুর পর ঘটনাস্থল একবারের জন্যও পরিদর্শন করেনি। এ প্রসঙ্গে ওসি জুয়েল মিয়া বলেন, তদন্ত চলছে।

বিষয়টি নিয়ে আলাপ করলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অটল বিহারী ছুটিতে রয়েছেন। তবে এ ঘটনায় সন্দেহভাজন আসামী আমাদের নজরে রয়েছে। আমারা আরও যাচাই-বাছাই করে দেখছি। 

এদিকে ছেলের মৃত্যুর খবরে হাশেম মন্ডলের মা রোকেয়া বেগম স্টোক করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিক্ষোভ ও মানববন্ধন শেষে আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবিতে প্রায় এক ঘন্টা সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। অবরোধের ঘটনায় তীব্র যানজট সৃষ্টি হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা হাজী সেলিম, ফজলুল হক দেওয়ান, মেহেদী রানা শহীদ, দেলোয়ার হোসেন মন্ডল, বসির মন্ডল, নিহতের ছোট ভাই তৌহিদ হোসেন মন্ডল, খালেক মন্ডল, শাখাওয়াত হোসেন রাসেল, আবু বকর প্রমুখ।

 

সর্বাধিক পঠিত