আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় কাওসার আহম্মেদ নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টারদিকে আশুলিয়ার জামগড়ার সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাউসার আহমেদ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম নওয়াপাড়া এলাকার সাকিম আলী শেখের ছেলে। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা যায়।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার জামগড়ার সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, শনিবার সন্ধ্যার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে কাওসার আহম্মেদ নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।